ঝিনাইগাতীর সাবেক বন কর্মকর্তা মকরুলের দুর্নীতির তদন্ত শুরু

দেশজুড়ে

এপ্রিল ১৭, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর)সংবাদদাতাঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া ফরেষ্ট রেঞ্জের সাবেক কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের ৬ বছরের দুর্নীতি ও লুটপাটের তদন্ত শুরু হবে ১৭ এপ্রিল বুধবার। জানা গেছে, ২০১৮ সালে মকরুল ইসলাম আকন্দ রাংটিযা রেঞ্জের তাওযাকোচা বিট কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এখানে যোগদানের পরপরই তিনি একটি বাহিনী গড়ে তুলেন। শুরু থেকেই এ বাহিনীর মাধ্যমে গারো পাহাড়ে বৃক্ষ লুটপাট, পাহাড় কেটে পাথর ও বালু লুটপা, বনের জমি বিক্রি ও সুফল বাগান সৃজনের নামে সরকারি অর্থ হরিলুটসহ রামরাজত্ব কায়েম করে আসছিল।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। দুর্নীতি। দুর্নীতি দমন কমিশন উক্ত অভিযোগ তদন্তের জন্য বনবিভাগকে দায়িত্ব প্রদান করেন। পরে বন বিভাগ উক্ত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন। এ তদন্ত কমিটি অভিযোগের বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *