কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ এর উদ্ভোধন

জাতীয় শিক্ষা

এপ্রিল ৩০, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন সরকার কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্যে কাজ করছে। তিনি বলেন কুদরাত-এ –খোদা শিক্ষা কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়েই বৃত্তির সাথে সম্পর্কিত শিক্ষা যাতে আমরা দিতে পারি সে দিকে গুরুত্ব দিতে বলছে।
সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ই হোক অথবা বিদ্যালয় পর্যায় হোক এবং যেই বিষয়ই পড়ুক না কেনো। দক্ষতা বিহীন উচ্চ শিক্ষা স্বাভাবিকভাবেই বেকারত্বের পথেই হাটানোর একটি প্রক্রিয়া। আমাদের মত দেশ সে ঝুকি নিতে পারে না। নেওয়া উচিৎ নয়। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সেই জায়গাটাতেই রূপান্তর হচ্ছে। নতুন কারিকুলামের মাধ্যমে সকল শিক্ষার্থী যাতে জীবিকার সাথে সম্পর্কিত কোন একটি দক্ষতা গ্রহণ করতে পারে, সেই দক্ষতা নেওয়ার মানসিকতা নিয়ে যাতে বিদ্যালয় শেষ করতে পারে সে ব্যাবস্থা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ২৮ এপ্রিল ২০২৪ খ্রি. রাজধানির আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ এর উদ্ভোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার , সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আজিজ তাহের খান।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের এক সাথে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *