আইসিএসবি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত

দেশজুড়ে

মার্চ ৩১, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস পালন করেছে। ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি অনুষ্ঠানটি আয়োজন করে।

২৬মার্চ ২০২৪ খ্রি. মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুরু হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্য নিয়ে আইসিএসবি-এর সদস্যগণ আলোচনা করেন।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে
শহীদদের গভীর শ্রদ্ধা নিয়ে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগ সম্পর্কে আলোচনা করেন। তিনি আরো উল্লেখ করেন যে, বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছে।
আইসিএসবি-এর ট্রেজারার এবং ডিআরসি-এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস বিশেষ দিনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি আমাদের স্বাধীনতার তাৎপর্য নিয়ে একটি অডিওভিজ্যুয়াল উপস্থাপন করেন। তিনি ইতিবাচকভাবে আমাদের স্বাধীনতার অর্জনে শহীদদের আত্মত্যাগ ভূমিকা স্মরণ করেন। তিনি আরও বলেন যে, “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু” এবং বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীনতা পেত না।
এম নুরুল আলম এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, অলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য, প্রফেসর ড. ফিরোজ ইকবাল ফারুকী এফসিএস, মিসেস সুরাইয়া পারভীন এফসিএস, মো: আবুল ফজল এসিএস বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
ডিআরসি সদস্য, ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েট সদস্য, শিক্ষার্থী এবং আইসিএসবি-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরসি এর সদস্য সচিব শেখ আজিজুল হক এসিএস এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআরসির সদস্য মোহাম্মদ কামরুজ্জামান খান এসিএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *