দেশে এই প্রথম ‘ওয়্যারেবল’ পেমেন্ট সলিউশন আনল ইস্টার্ন ব্যাংক

অর্থনীতি

সেপ্টেম্বর ১২, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

অর্থ-বাণিজ্য : অনলাইন পেমেন্ট ও ব্যাংকিংয়ে নতুন মাত্রা আনতে অত্যাধুনিক কন্ট্যাক্টলেস ‘ওয়্যারেবল’ (ডব্লিউইএআরইবিএল) পেমেন্ট সলিউশন চালু করেছে ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি। আর এই পেমেন্ট সিস্টেমকে বালাদেশের ইতিহাসে মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় দেশে প্রথমবারের মতো ‘ওয়ারেব্যল’ পেমেন্ট পদ্ধতি এনেছে বেসরকারি খাতের এই প্রতিষ্ঠানটি। ‘ফোন গ্রিপ’ নামে স্টাইলিশ ও ফ্যাশনেবল একটি ডিভাইসের মাধ্যমে এটি সরাসরি গ্রাহকের মোবাইলের সাথে সংযুক্ত হবে। গ্রাহকরা নিজের মোবাইল থেকেই ঝামেলামুক্ত এবং নিরাপদে লেনদেন করতে পারবেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ইবিএলের ঢাকা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ওয়ার‌্যাবল’র আনুষ্ঠানিক উদ্বোধন করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যোগাযোগহীন পেমেন্ট পদ্ধতি দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। ইবিএল কর্তৃপক্ষ নিশ্চয়ই এজন্য সাধুবাদ পাবে।

পরিধানযোগ্য এই পেমেন্ট সিস্টেমে মোবাইলের মাধ্যমে অন্য কারো সংযুক্তি ছাড়াই পেমেন্ট করা যাবে। এজন্য এটাকে যোগাযোগহীন পেমেন্ট সলিউশন বলা হয়ে থাকে। উন্নত বিশ্বে দিনদিন এই পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশে এবিএল পিএলসি প্রথম এই সেবা আনলো।

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এর আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসার কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু, ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলী রেজা ইফতেখার বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে বৈশ্বিক ধারা এবং প্রযুক্তি গ্রহণ করার এটিই সময়। কন্ট্যাক্টলেস পেমেন্ট বিষয়টি অপেক্ষাকৃত নতুন হলেও এর সম্ভাবনা ব্যাপক। ইবিএল তার সব ওয়্যারেবল ডিভাইস এবং ভবিষ্যতে অফারকৃত সলিউশনে কার্যকারিতা, স্টাইল, এবং সিমপ্লিসিটির সমন্বয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা মার্কেটে আরও যুগান্তকারী সলিউশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।

বর্তমানে ইবিএল প্রিমিয়াম ক্যাটাগরি, ভিসা ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ডধারীরা (প্লাটিনাম, টাইটেনিয়াম, সিগনেচার, ওয়ার্ল্ড এবং ইনফিনিট কার্ড) এই লিংকে গিয়ে পছন্দনীয় ডিভাইস প্রিবুক করতে পারবেন বলেও তিনি জানিয়েছেন।

/শীখ/এসএস/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *