বইমেলা পরিদর্শন করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বইমেলা পরিদর্শন করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

শিল্প ও সংস্কৃতি স্পেশাল স্লাইড

ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

এস এইচ শাকিল

অমর একুশে বইমেলা ২০২৪ পরিদর্শন করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান সাংসদ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেন। ৯ ফেব্রুয়ারি শুক্রবার তিনি বইমেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সাপ্তাহিক শীর্ষ খবর, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, উত্তরণ, বঙ্গবন্ধু পরিষদ, আমরা ক’জন মুজিব সেনা সহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী মফিজুল হক, সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা, তথ্য ও গবেষণা সম্পাদক ও সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার সম্পাদক ও পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুপ্রিম কোর্ট শাখা সেক্রেটারি অ্যাডভোকেট সাজিদুর রহমান স্বপন সহ আরও অনেকে।

বইমেলা পরিদর্শন করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
শীর্ষ খবর স্টলে সাক্ষাৎকার প্রদান করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

তিনি শীর্ষ খবর স্টলে এক সাক্ষাৎকারে বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেছি। সেই সাথে পররাষ্ট্র দপ্তরে অনেকগুলো ভিশন নিয়েছি। আমি মনে করি আমি সফলও হয়েছি। আমার দেশকে বিশ্বের মধ্যে মর্যাদার একটি অবস্থানে নিয়ে এসেছি। সবাই এখন সম্মানের সাথে বাংলাদেশকে দেখে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন আমি বিশ্ববাসীকে জানাতে চাই। সে কারণে আমি আমার ৮১ টি মিশনে বঙ্গবন্ধু কর্নার চালু করেছি।

মশিউর মালেক বলেন, আমরা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হিসেবে একজন সাদা মনের ভালো মানুষকে পেয়েছি। যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বব্যাপী। তিনি হচ্ছেন ড. এ কে আবদুল মোমেন। বিগত বছরগুলোতে তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তাকে নিয়ে আমরা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ব্যাপক কার্যাবলী পরিচালনা করতে পারিনি। এখন তার ব্যস্ততা কমে যাওয়াই তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতি ব্যাপক মনোযোগী হয়েছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ নীতি ও দেশপ্রেমকে ধারণ করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে ব্যাপক সময় দিচ্ছেন। আমরা আশা করছি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ব্যাপকভাবে এগিয়ে যাবে। আমরা তাকে নিয়ে গর্বিত।

বইমেলা পরিদর্শন করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
বঙ্গবন্ধু ফাউন্ডেশন পরিদর্শন করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মী

শাশ্বত মনির বলেন, এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বই পড়ার মধ্য দিয়ে মানুষ যেমন নিজেকে, নিজের দেশ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে, সেই সাথে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ে বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন ও দেশপ্রেমে উজ্জীবিত হতে পারবে। তাই মানুষের জীবনে বই এবং বইমেলার কোন বিকল্প নেই।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক রেজাউল করিম শানু, আরমান হোসেন, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল ইসলাম অপূর্ব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক সোমা আক্তার, আজীবন সদস্য আমিনা ফেরদৌস, কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রশিদ খান, বিসিএস কনফার্ম সদরঘাট শাখার পরিচালক এম. রহমান রনি, কবি ও বাচিক শিল্পী হৃদয় লোহানী, কবি হারুন অর রশিদ, আবু সায়েম মো. সা-আদাত উল করীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *