৩০ ঘণ্টার সফর শেষ করে কলকাতায় সাকিব

খেলা

অক্টোবর ২৭, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

চলমান ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের অনেক খারাপ পরিস্থিতি। আর এর মাঝেয় নতুন বির্তক শুরু হয়েছে দেশের ক্রিকেট পাড়ায়।বুধবার সকালে অধিনায়ক সাকিব আসেন চাকায়।শুক্রবার পর্যন্ত ছুটি থাকলেও মাত্র ৩০ঘন্টার ব্যবধানে আবারো দলের সঙ্গে যোগ দিতে কলকাতায় গেছেন সাকিব।তবে দেশ ছাড়ার আগে ভালো যায়নি সময়টা। সমর্থকদের মুখে শুনতে হয়েছে বাজে কথা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় টিম টাইগার্স শিবিরে যোগ দিয়েছেন সাকিব। এর আগে সকালে মিরপুরের ইনডোরে ঘণ্টা তিনেক ব্যাটিং অনুশীলন শেষে সন্ধ্যায় তিনি কলকাতার বিমান ধরেন। সবকিছু ঠিক থাকলে নেদারল্যান্ডসের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে আজ (শুক্রবার) দলের সঙ্গে সাকিবের অনুশীলন করার কথা রয়েছে।

অধিনায়কের আচমকা দেশে ফিরে আসা নিয়ে কম জলঘোলা হয়নি। খেলা চলাকালে বিজ্ঞাপন কিংবা দোকান উদ্বোধনে যোগ দেওয়ার বহু নজির রয়েছে তার। যে কারণে এবারও তেমন কোনো উদ্দেশে ঢাকায় আগমন কিনা, সেটি নিয়েই গতকাল দিনভর আলোচনা ছিল। যদিও পরে জানা যায়, শৈশবের গুরু ও কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে নিজের ব্যাটিংয়ের ভুলগুলো যতটা পারা যায় শুধরে নিতেই তিনি ঢাকায় ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *