মহাসমাবেশ নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

রাজনীতি

অক্টোবর ২৭, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

 

নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত অনড় বিএনপি। এই অবস্থায় ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশের এখনো অনুমতি পায়নি বিএনপি। এর ফলে সমাবেশের ভেন্যু নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির একটি সূত্র বলছে, সমাবেশে ভেন্যু নিয়ে ডিএমপির পক্ষে থেকে উপযুক্ত প্রস্তাব এলে তা গ্রহণ কবে বিএনপি। কারণ কোনো ধরনের সহিস্র পরিবেশ সৃষ্টি হোক তা চান না দলের শীর্ষ নেতারা।

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিবসহ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। বৈঠকের বিষয়বস্তু ছিল— প্রশাসনের পক্ষে থেকে সমাবেশের ভেন্যু পরিবর্তন করে অন্য কোনো জায়গায় করতে প্রস্তাব দেওয়া হলে করণীয় কী হবে এবং যদি অনুমতি না দেওয়া হয় তাহলে দলের পরবর্তী করণীয় কী হবে। এ বৈঠকে বিভিন্ন মতামত উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *