যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার: ফারুকী

বিনোদন

অক্টোবর ২৭, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ

স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার ক্যারিয়ারে অসংখ্য সিনেমা, নাটক উপহার দিয়েছেন তিনি যা পেয়েছে জনপ্রিয়তা। এই নির্মাতার চেনা গুণ হচ্ছে, খুব বেছে বেছে কাজ করেন। আর এ কারণে সময়ের সাথে সাথে তিনি পেয়েছেন প্রচুর জনপ্রিয়তা।

মোস্তফা সরয়ার ফারুকী সর্বশেষ চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা পরিচালনা করেছেন। একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। এর মধ্যে প্রথম সিনেমায় অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। যেখানে অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যাবে এই নির্মাতাকে।

সম্প্রতি এশিয়ার মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে এটি।

ফারুকী বলেন, ‘আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *