হাজার রান ছুঁলেন কোহলি

হাজার রান ছুঁলেন কোহলি

খেলা

অক্টোবর ৩১, ২০২২ ৯:২০ পূর্বাহ্ণ

চলমান টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচেই ১৪৪ রান করে ফেলেছিলেন তিনি। যার মাধ্যমে টি-২০ বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে গিয়েছিলেন এই ভারতীয় তারকা।

পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার (৩০ অক্টোবর) এই রান করতে পারলেই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হতেন তিনি।

এর মাধ্যমে লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে (১০১৬ রান) পেছনে ফেলতেন কোহলি। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। মাত্র ১২ রান করে লুঙ্গি এনগিডির বলে কাগিসো রাবাদার হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ফলে জয়াবর্ধনের রেকর্ড ভাঙা হয়নি এই ভারতীয় তারকার।

অবশ্য এই রেকর্ড গড়তে না পারলেও অন্য একটি মাইলফলক ঠিকই স্পর্শ করেছেন কোহলি। টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে হাজার রান করেছেন এই ব্যাটার। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির রান ছিল ৯৮৯। এই ম্যাচে ১২ রান করায় কোহলির এই ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে মোট রান গিয়ে দাঁড়ালো ১০০১-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *