সেমিফাইনালেও পাকিস্তানের ভয় সেই আম্পায়ার

সেমিফাইনালেও পাকিস্তানের ভয় সেই আম্পায়ার

খেলা

নভেম্বর ৮, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২ এর সেমিফাইনালের চার প্রতিদ্বন্দ্বী- নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড ও ভারত। আগামী ৯ নভেম্বর সিডনিতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। পরদিন ১০ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত ও ইংল্যান্ড।

এরই মধ্যে দুই সেমিফাইনাল ম্যাচের অনফিল্ড, থার্ড ও ফোর্থ আম্পায়ার বেছে নিয়েছে আইসিসি। তবে আম্পায়ারদের নাম শুনে হতাশ পাকিস্তান সমর্থকরা।

কিউইদের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থকে নিয়োগ করেছে আইসিসি। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটলবরো, চতুর্থ আম্পায়ার থাকছেন মাইকেল গফ এবং ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

এমন খবরে পাকিস্তানি ক্রিকেটভক্তদের হতাশ হওয়ার একমাত্র কারণ আম্পায়ার মারাইস ইরাসমাস। বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে এই আম্পায়ারের অধীনেই খেলেছিল পাকিস্তান।  সে ম্যাচে মারাইসের ওপর প্রভাব বিস্তার করেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি। ম্যাচের শেষ ওভারে স্পিনার মোহাম্মদ নওয়াজের ফুল টস বলটিকে ছক্কা হাঁকান কোহলি। এরপর নো-কল করে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন কোহলি। কোহলির কথায় সাড়া দিয়ে ঐ বলকে নো বল ডেকেছিলেন মারাইস। ম্যাচটি হেরে যায় পাকিস্তান।

পাকিস্তান ভক্তদের অভিযোগ ছিল, কোহলির নির্দেশে আম্পায়ার মারাইস ইরাসমাস নো বল ডেকেছেন। না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

আর সেই আম্পায়রই পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনালে আম্পায়ার হবেন! এতে অসন্তোষ বাড়ছে পাকিস্তান সমর্থকদের মাঝে।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে শ্রীলংকার কুমার ধর্মসেনা এবং অস্ট্রেলিয়ার পল রেইফেলকে নিযুক্ত করেছে আইসিসি। তৃতীয় আম্পায়ার হবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। যেখানে চতুর্থ আম্পায়ার হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার রড টাকার। ম্যাচ রেফারি হবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *