সিনেমায় রেকর্ডের জন্য টার্গেট বেঁধে দিলেন সালমান খান

সিনেমায় রেকর্ডের জন্য টার্গেট বেঁধে দিলেন সালমান খান

বিনোদন স্পেশাল

সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৯:১২ পূর্বাহ্ণ

ভারতীয় সিনেমার জন্য একসময়ে একশো কোটির ক্লাবে পা রাখা সম্মানজনক অধ্যায় ছিল। কিন্তু সেটা এখন অতীত। বর্তমানে ৫০০ কোটি তো বটে, এক হাজার কোটি রুপিও কামিয়ে নিচ্ছে ভারতীয় সিনেমা।

সম্প্রতি গিপ্পি গ্রেয়ালের নতুন পাঞ্জাবি সিনেমা ‘মৌজা হি মৌজা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন সালমান। সেখানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, ১০০ কোটির ক্লাব প্রসঙ্গে যদি কথা বলি, আপনি তো সেই ক্লাবের একেবারে পোস্টার বয়। আজকাল পাঞ্জাবি ছবিও ১০০ কোটি টাকা আয় করে ফেলছে, কী বলবেন সেই বিষয়ে?

উত্তরে সালমান বলেন, আমার মনে হয় ১০০ কোটির ক্লাব এখন সবার নিচে। এখন পাঞ্জাবি, হিন্দি বা অন্যান্য সব ইন্ডাস্ট্রির জন্য বক্স অফিস বেঞ্চমার্ক ৪-৫ কিংবা ৬০০ কোটির উপর হবে। মারাঠি সিনেমাগুলোও এখন সহজেই ১০০ কোটি আয় করে নিচ্ছে। ফলে এই সময় দাঁড়িয়ে ১০০ কোটি টাকা আয় করা মোটেই তেমন ব্যাপার নয়। আমার মনে হয় একটা ছবির জন্য বেঞ্চমার্ক এবার ১০০০ কোটি হওয়া উচিত।

সালমান বর্তমানে ‘টাইগার-৩’ সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এ সিনেমায় তার সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এটি চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *