সাকিব নেই, এটা অবশ্যই চিন্তার: নান্নু

সাকিব নেই, এটা অবশ্যই চিন্তার: নান্নু

খেলা

জুন ৬, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ

আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়বে বাংলাদেশ। তার আগে ১০ জুন ঢাকায় পৌঁছাবে আফগানিস্তান ক্রিকেট দল। তবে আসন্ন সিরিজে পাওয়া যাবে না টাইগারদের সাদা পোশাকের নিয়মিত দলপতি সাকিব আল হাসানকে।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান সাকিব। স্বাভাবিকভাবেই আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচটি মিস করছেন তিনি। তবে সাকিবের না থাকাটা বেশ চিন্তার কারণ বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার (অধিনায়ক) দলে নেই, অবশ্যই এটা একটা চিন্তার কারণ। তারপরেও যারা আছে তাদের পুরোপুরি ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার এবং দেশকে দেওয়ার অনেক কিছু আছে।’

এদিকে টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন দুই মুখ পেসার মুশফিক হাসান এবং ব্যাটার শাহাদাত হোসেন দিপু।

তাদের দলে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে নান্নু বলেন, ‘কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ব্যাটসম্যানকে দেখতে হয়। আমরা মনে করি আন্তর্জাতিক অঙ্গনে ওর (দিপুর) যথেষ্ট সক্ষমতা আছে। এসব টেকনিক্যাল বিষয় বিবেচনা করে নেয়া হয়েছে। মুশফিক হাসানের ধারবাহিকভাবে ভালো বল করার সক্ষমতা আছে।’

দিপু-মুশফিক সুযোগ পেলে ভালো করবেন বলে বিশ্বান করেন প্রধান নির্বাচক, ‘দুজনই আমাদের এইচপি ইউনিটের কাজ করছে। এইচপিএর প্লেয়ার ওরা। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, লাল বলের ক্রিকেটে সুযোগ পেলে ওরা নিজেদের মেলে ধরবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *