মেসির অভিষেক: ৩ হাজারের টিকিট লাখ টাকা

মেসির অভিষেক: ৩ হাজারের টিকিট লাখ টাকা

খেলা

জুন ২৩, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ

ক্রুজ আজুলের বিপক্ষে আগামী ২১ জুলাই ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির। সেই সংবাদ পাওয়ার পর থেকেই সেই ম্যাচের টিকিটের মূল্য আকাশচুম্বী হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, আগামী ৫ জুলাই ইন্টার মিয়ামির হয়ে আনুষ্ঠানিক চুক্তি করবেন মেসি। যদিও মেসির দল ইন্টার মিয়ামি লিগে খুব বাজে সময় কাটাচ্ছে, তবু তার অভিষেক ম্যাচের টিকিটের মূল্য চড়া। এমএলএস-এর পূর্বাঞ্চলীয় পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান করছে মেসির দল মিয়ামি। হেরেছে টানা ৬ ম্যাচ। তবু এই দলের সমর্থক দিনদিন বেড়েই চলেছে। কারণ একটাই- মেসি।

মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে গেছে অনেক গুণ। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক জানাচ্ছে, যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)।

এদিকে অনলাইনে রিসেল প্ল্যাটফর্ম ‘ভিভিড সিটস’-এর তথ্যে জানা গেছে, মিয়ামিতে মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিট তার ঘোষণার পর ৪০ ডলার থেকে বেড়ে ৫০০ ডলার হয়েছিল। এখন সেই টিকিটই ১১০০ ডলারের নিচে পাওয়া যাচ্ছে না, যা বাংলাদেশি মুদ্রায় দাম দাঁড়াচ্ছে প্রায় ১ লাখ ১৮ হাজার ২৫৩ টাকা।

বর্তমানে ইন্টার মিয়ামির কোনো নিজস্ব স্টেডিয়াম নেই। তারা ফোর্ট লডারহিলে ডিভিআর পিএনকে স্টেডিয়ামে নিজেদের হোম ভেন্যুর ম্যাচগুলো খেলছে। মেসিও সেখানে খেলবেন। এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ১৯ হাজারের কিছু বেশি। তবে মেসির অভিষেকের আগে স্টেডিয়ামের মালিক এর ধারণক্ষমতা কিছুটা বাড়াতে চান। এজন্য সেখানে চলছে সংস্কারকাজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *