সর্বোচ্চ ছক্কার ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা।

খেলা

নভেম্বর ২, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটের 357 রান করেছে। চলতি বিশ্বকাপে নিজেদের সাত ইনিংস এর ভিতরে পাঁচ ইনিংসে ৩০০ রান করেছে প্রোটিয়ারা। আর এই ইনিংসের ভেরত চার ইনিংসে করেছে সাড়ে তিনশো রান। ধারাবাহিকভাবে রান করায় মন জিতেছে ভক্তদের। আর এক বিশ্বকাপে সর্বোচ্চ ছাক্কার রেকর্ড ও গড়েছে প্রোটিয়রা।

এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে দক্ষিণ আফ্রিকা মেরেছে মোট ৮২টি ছক্কা। বিশ্বকাপের এক আসরে কোনো দলের এটিই সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। ঘরের মাঠের গত আসরে ১১ ম্যাচে ৭৬টি ছক্কা মেরেছিল ইংল্যান্ড। এবার চার ম্যাচ কম খেলেই সেটি টপকে গেল প্রোটিয়ারা।

নতুন রেকর্ড গড়ার পথে বাংলাদেশের বিপক্ষে ১৯টি ছক্কা মেরেছে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে তাদের ছক্কা ১৫টি। এছাড়া দশের বেশি ছক্কা দেখা গেছে শ্রীলঙ্কা (১৪), ইংল্যান্ড (১৩) ম্যাচেও।

বিশ্বকাপে দলকে ছক্কার চূড়ায় বসানোর পথে সর্বোচ্চ ১৮ ছক্কা কুইন্টন ডি ককের। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ২১ ছক্কা এবি ডি ভিলিয়ার্সের। ওই রেকর্ড নিজের করতে আরও অন্তত দুটি ম্যাচ পাচ্ছেন ডি কক। তার সঙ্গে এবার হেনরিখ ক্লসেন ১৭, ডেভিড মিলার ১৪ ছক্কায় রাখেন বড় অবদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *