‘শ্রমিকদের জীবন ধ্বংসে বিএনপি-জামায়াত সরকার লিপ্ত ছিল’

‘শ্রমিকদের জীবন ধ্বংসে বিএনপি-জামায়াত সরকার লিপ্ত ছিল’

রাজনীতি স্লাইড

মে ২, ২০২৩ ৮:১২ পূর্বাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২০০১ সালে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিএনপি নির্বাচনে জয়যুক্ত হয়ে ২০০২ সালে শ্রমিকবিরোধী, জনগণ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। আদমজি জুট মিল বন্ধ করে দিয়ে শ্রমিকদের জীবন ধ্বংসে বিএনপি-জামায়াত সরকার লিপ্ত হয়েছিল।

সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, আদমজি জুট মিল শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, সারাবিশ্বের মধ্যে সর্ববৃহৎ পাটকল ছিল, জুটমিল ছিল। সেই জুটমিলকে ২০০২ সালে ৩০ হাজার শ্রমিককে ঘর ছাড়া করে বিএনপি-জামায়াত জোট সরকার। সেদিনের সেই তাণ্ডব আমাদের কানে এখনো শোনা যায়।

তিনি বলেন, বিএনপির ২০০১-০৬ সালের দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্লিন হার্ট অপারেশনের নামে তারা ৯২ জন ব্যক্তিকে হত্যা করেছিল।

তাপস বলেন, করোনা মহামারির মধ্যে যখন সারাবিশ্ব স্তব্ধ ছিল, জননেত্রী শেখ হাসিনা শ্রমিকসহ সব পেশাজীদের প্রণোদনার অর্থ দিয়ে জীবন ও জীবিকা চালিয়ে রেখেছিলেন। অন্যদিকে বিএনপি সারের দাবিতে ২০ কৃষককে হত্যা করেছিল। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে ১৮ জনকে হত্যা করেছিল। জুটমিল খুলে দেওয়ার জন্য শ্রমিকরা যখন আন্দোলন করেছিল তখন ২০ জনকে হত্যা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *