বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো সৌদি আরব

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো সৌদি আরব

জাতীয় স্লাইড

মে ২, ২০২৩ ৮:১৫ পূর্বাহ্ণ

এখন থেকে সৌদি আরব যেতে বাংলাদেশিদের আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না। বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে দেশটি।

সোমবার দুপুরে ঢাকায় সৌদি দূতাবাসে এ ই-ভিসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সৌদি রাষ্ট্রদূত বলেন, গত একবছর ধরে এই কার্যক্রম চলছিল। এখন ভিসা স্টিকার ব্যবস্থা বাতিল করে ই-ভিসা ব্যবস্থা চালু হলো। সৌদি আরবের ভিশন হচ্ছে সব প্রক্রিয়া ইলেকট্রনিক মাধ্যমে করার এবং এর ফলে গোটা ব্যবস্থা সহজ হবে।

রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, এখন থেকে একটি এ ফোর সাইজের পেপারে ভিসা প্রিন্ট দেওয়া হবে। পেপারের নিচে একটি বারকোড আছে, যেখানে সব তথ্য জমা থাকবে। নতুন ব্যবস্থার কারণে শ্রমিক, চাকরিদাতা, মেডিকেল সেন্টারসহ অন্যান্য সবাই উপকৃত হবেন।

তিনি বলেন, আগে ভিসা স্টিকারে শুধু আরবি ভাষায় তথ্য লেখা থাকত। বর্তমানে ই-ভিসা পদ্ধতিতে আরবি ও ইংরেজিতে তথ্যগুলো থাকার কারণে বাংলাদেশিরা সহজে বুঝতে পারবেন। কতদিনের ভিসা বা কী ধরনের ভিসা।

দালালদের দৌরাত্ম্যের কারণে শ্রমিক, চাকরিদাতা ও কর্তৃপক্ষ সমস্যায় পড়ে জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, শ্রমিকদের মিথ্যা প্রলোভন দেখিয়ে এসব দালাল টাকা নেয়। কিন্তু এর জন্য শ্রমিক বা চাকরিদাতা কেউই দোষী না বরং দালালরা দোষী। আমি রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে আহ্বান জানাই যেন তারা শ্রমিকদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *