শেরপুরে সম্প্রীতি, সহিষ্ণুতা, যুব জাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুরে সম্প্রীতি, সহিষ্ণুতা, যুব জাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশজুড়ে

নভেম্বর ২৮, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

সম্প্রীতি, সহিষ্ণুতা, যুব জাগরণে শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ যুব ফোরাম। ২৫ নভেম্বর, শুক্রবার রাতে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে এ সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরপুর জেলায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নাচ, গান, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে দেশপ্রেম, যুব শক্তির বিকাশ এবং পারষ্পরিক সহমর্মিতার বার্তা প্রদান করে। সেইসাথে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামুলক বক্তব্য প্রদান করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। জনউদ্যোগ যুব ফোরামের আহবায়ক শুভংকর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, কবি-লেখক জ্যোতি পোদ্দার, কবি সাংবাদিক রফিক মজিদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন, উদীচী জেলা কমিটির সহ-সভাপতি মো. এসএম আবু হান্নান, মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যুব নেতা বিতার্কিক রুকনুজ্জামান রোহান ও ভ্রমণকন্যা আয়শা সিদ্দিকা। এটি আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), শেরপুর সরকারি কলেজ সাংস্কৃতিক ক্লাব ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন রূপান্তর। অনুষ্ঠানে দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়..গানের তালে তালে নৃ-জনগোষ্ঠির নৃত্যশিল্পী অর্চনা কোচের মনোমুগ্ধকর একক নৃত্যাভিনয় এবং তাজনুভার আবৃত্তি, পুলিশ লাইন্স একাডেমীর শিক্ষার্থীদের হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি ‘চইঝিম’ নৃত্যগীত উপস্থিত সকলকে বিমোহিত করে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠানে অন্যান্যদের পরিবেশনাও সকলকে দারুণভাবে আলোড়িত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *