শুধু পানি পান করেই ৪১ বছর বেঁচে আছেন তিনি

শুধু পানি পান করেই ৪১ বছর বেঁচে আছেন তিনি

ফিচার স্পেশাল

অক্টোবর ১৬, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ

একজন সাধারণ মানুষ না খেয়ে তিন থেকে সাত দিন পর্যন্ত স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। চিকিৎসকদের মতে, এভাবে বেশি দিন অতিবাহিত হলেই প্রয়োজনীয় খাদ্যপুষ্টির অভাবে তিনি মারা যাবেন। তবে এই নিয়মের ব্যতিক্রম হচ্ছেন এনগন। শুধু পানি পান করেই ৪১ বছর বেঁচে আছেন তিনি।

এনগন

এনগন

ভিয়েতনামের লং আন প্রদেশের বাসিন্দা তিনি। এ নারী ৬৩ বছরের জীবনে ৪১ বছর পানি ছাড়া কোনো খাবারই খাননি। এমনটাই দাবি করছেন তিনি। আর এই পানি খেয়ে একেবারেই সুস্থ আছেন। এই বয়সে তিনি যেসব যোগব্যায়াম বা শারীরিক পরিশ্রম করেন তা অনেক কম বয়সী মানুষও পারেনা।

 তিনি ২১ বছর পর্যন্ত সব ধরনের খাবারই খেতেন। ভাত, মাছ, মাংস, সবজি সবকিছুই। তবে এতে তার কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। রক্ত পরীক্ষায় জানা যায় তিনি রক্তের একটি বিরল রোগে ভুগছেন। চিকিৎসকরাও এর কোনো চিকিৎসা করতে পারছিলেন না। আস্তে আস্তে অনেক বেশি অসুস্থ হয়ে পড়তে থাকেন। আস্তে আস্তে সব ধরনের শক্ত খাবার খাওয়া বাদ দিয়ে দেন এনগন।

এই বয়সে তিনি যেসব যোগব্যায়াম বা শারীরিক পরিশ্রম করেন তা অনেক কম বয়সী মানুষও পারেনা

এই বয়সে তিনি যেসব যোগব্যায়াম বা শারীরিক পরিশ্রম করেন তা অনেক কম বয়সী মানুষও পারেনা

তিনি শুধু পানিই খেতেন। একজন চিকিৎসক তাকে পানি পান করার পরামর্শ দেন। সামান্য লবণ, চিনি মেশানো পানি পান করতে বলেন। পাশাপাশি ফলের রসও খাওয়ার পরামর্শ দেন তাকে।

অসুস্থতার জন্য আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন এনগন। ঐ চিকিৎসক তাকে এই ডায়েট অনুসরণ করতে বলেন। এতে তার দৃষ্টি বাঁচাতে এবং এমনকি তার রক্তের রোগ নিরাময়েও সহায়তা করবে বলে তিনি জানিয়েছিলেন।

পানির সঙ্গে একটু লবণ, চিনি ও লেবুর রস মিশিয়ে পান করেন তিনি

পানির সঙ্গে একটু লবণ, চিনি ও লেবুর রস মিশিয়ে পান করেন তিনি

এভাবে চলতে থাকে কিছুদিন। পানি পান করলে তেমন কোনো অসুবিধা হতো না। বরং আগের চেয়ে ভালো অনুভব করেন। এরপর থেকে ৪১ বছর আর কোনো খাবারই মুখে তোলেননি এই নারী। পানির সঙ্গে একটু লবণ, চিনি ও লেবুর রস মিশিয়ে পান করেন তিনি।

প্রথম প্রথম পরিবারের মানুষ এনগনকে খাবার খেতে জোর করতেন। তবে শক্ত খাবার না খেয়ে এনগন ভালো অনুভব করায় খাবার খেতেই চাইতেন না। পরিবারের মানুষ আশঙ্কা করতেন এনগন হয়তো এভাবে বেশিদিন বাঁচতে পারবেন না। তবে শত চেষ্টা করেও তাকে খাবার খাওয়াতে পারেননি তারা। এক সময় হাল ছেড়ে দেন। খেতেও বলতেন না তারা।

ওডিটি সেন্ট্রাল অবলম্বনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *