রামু গর্জনিয়ায় ইপসা এনজিও সংস্থার উদ্যোগে ই-ম্যাপ সেমিনার অনুষ্ঠিত

রামু গর্জনিয়ায় ইপসা এনজিও সংস্থার উদ্যোগে ই-ম্যাপ সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে

জুন ১, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

কক্সবাজারে বেসরকারি এনজিও সংস্হা (ইপসা) উদ্যোগে বিষয়ভিত্তিক উল্লেখিত এজেন্ডা: (১) ইপসার পরিচিতি, ইপসার ভিশন, মিশন; (২) ইপসার কার্যক্রমসমুহ; (৩) ই-ম্যাপের পরিচিতি; (৪) ই-ম্যাপের লক্ষ্য, উদ্দেশ্য সমুহ; (৫) ই-ম্যাপ গঠনের ধাপসমূহ;
(৬) ই-ম্যাপের আলোচ্য বিষয়সমূহ; (৭) GBV কেইস ম্যানেজমেন্ট সেবা সম্পর্কে। সামাজিক নেতাদের নিয়ে এই ই-ম্যাপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ইয়াং পাওয়ার স্যোসাল এক্টিং (ইপসা) এনজিও সংস্হার পক্ষে বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার প্রতিভা রাণী নাথ, কমিউনিটি অর্গনাইজার কাজল মজুমদার, সমন্বয়কারী শামীমা আক্তার, সেইভ ফেজিলেটর মুহাম্মদ ইসমাইল।

১ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত সেমিনারে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমাজপতি, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ ২৫ জন উপস্থিত ছিলেন।

এ সময় গর্জনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ডে বেসরকারি এনজিও সংস্হা (ইপসা) বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক উঠান বৈঠক, সহিংসতা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাড়ায় সচেতনতামূলক সভা, স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রীদের বখাটে কর্তৃক ইভটিজিং রোধে সেমিনার সহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বলে সেমিনারে অংশ গ্রহণকারী বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দকে অবহিত করেন।

সেমিনারে অংশ নিয়ে সাংবাদিক এস এম হুমায়ুন কবির বলেন, গর্জনিয়ায় সামাজিক সম্প্রীতি দিনদিন বিনষ্ট হচ্ছে। সরকারের কঠোরতায় জনসচেতনতা সৃষ্টি হওয়ায় দীর্ঘ ২ যুগ ধরে দেশে এসিড নিক্ষেপের ঘটনা শূন্যের কোটায় গেলে ও গর্জনিয়ায় ভয়াবহ এসিড নিক্ষেপের ঘটনায় গর্জনিয়া মাঝির কাটায় জনৈক দিনমজুরের যুবতী কন্যা তৈয়বা বেগমের মুখমন্ডল সম্পর্ণ ঝলসে যায়। নারী পুরুষের বৈষম্য ক্রমশ বৃদ্ধি পাওয়ায় পারিবারিক ও সামাজিক সংঘাত প্রকট হয়ে উঠছে।

সেমিনারে মতবিনিময় করেন শিক্ষক নেতা মাষ্টার লুৎফর রহমান, মহিলা মেম্বার কামরুন্নাহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইস্কান্দার মির্জা, মহিলা ইউপি সদস্য জান্নাতুল বকেয়া প্রমুখ।

সভায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মানে বেসরকারি এনজিও সংস্হা (ইপসা) সাথে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন সেমিনারে অংশ নেওয়া গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *