রাতেই দেশের পাঁচ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

রাতেই দেশের পাঁচ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

জাতীয় স্লাইড

মে ১২, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ

দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার (১১ মে) আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/ উত্তর- পশ্চিম দিকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’ বৃহস্পতিবার (১১ মে) রাতের মধ্যে প্রবল ও শুক্রবারের (১২ মে) মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *