ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক স্লাইড

জুন ২০, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে হেলিকপ্টার হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী। এতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯০ জন আহত হয়েছেন।

সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এ অভিযান চালায়। খবর আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ঐ পাঁজজনকে চিহ্নিত করেছে। তারা হলেন- আহমেদ সাকার (১৫), খালেদ দারিস (২১), কাশেম সারিয়া (১৯), কাশেম ফয়সাল আবু সিরিয়া (২৯) এবং আহমেদ দারাগমে। ইসরায়েলে বাহিনীর হামলায় আহদের মধ্যে ২২ জনের অবস্থা গুরুত্বর।

পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম বলেন, ইসরায়েল বাহিনী জোর করে ভিন্ন ভিন্ন সময়ে শরণার্থী শিবিরে হামলা চালায়।

ঐ ক্যাম্পের মধ্যেই তাদের দাফন করা হবে। সেখানেই তাদের জানাজা সম্পন্ন হয়। ইসরায়েলের হামলায় তারা নিহত হওয়ার পর তাদের আত্মীয়রা শোক প্রকাশ করেন। অনেক ফিলিস্তিনি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পে আসেন।

এই শিবিরের কাছাকাছি গত বছর ইসরায়েলের একজন স্নাইপার আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেকে ২০২২ সাল গুলি করে হত্যা করে।

এদিকে ইসরায়েলের সীমান্তরক্ষী বাহিনীর সাতজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী। ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী। বলা হচ্ছে, দুই দশক আগে ফিলিস্তিনি ইন্তিফাদার ঘটনার পর এই প্রথম ইসরায়েলি হেলিকপ্টারে আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *