রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন জায়েদ খান

বিনোদন

অক্টোবর ২৭, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

 

চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়েদ খান। অনুষ্ঠান শেষে এমন ইঙ্গিত দেন জায়েদ খানের।

জায়েদ খান বলেন, ‘আমি রাজনীতিতে কবে নামি নাই? আমি আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক কমিটির সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছি। শিল্পী সমিতিতে তিনবার নির্বাচন করেছি। কী করিনি আমি! আমি সবখানেই আছি।’

নোমিনেশন চাইবেন কি না প্রশ্নের জবাবে এই নায়ক বললেন, ‘পরিবেশ পরিস্থিতি দেখে বলা যাবে। এটা এখন বলতে পারছি না। আগে পরিস্থিতি দেখি তারপর বলা যাবে।

জায়েদ বলেন, আগামী ২৮ তারিখ বিএনপির সমাবেশ নিয়ে মাথা ঘামাচ্ছি না। আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা এসব দেখবেন। এটা নিয়ে আমাদের কিছু বলার নাই। বিএনপি কী বার্তা দিচ্ছে সেটা আমি কী করে বলব? সেদিন আমার একটা শো-রুম উদ্বোধন আছে আমি সেটা নিয়ে ব্যস্ত আছি।’

তবে সমাবেশ নিয়ে এই নায়কের ভাষ্য, ‘সাধারণ মানুষের কষ্ট দুরবস্থা হয় এমন কিছু না করাই ভালো।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *