যৌথভাবে সর্বাধুনিক যুদ্ধবিমান বানাবে তুরস্ক ও পাকিস্তান

যৌথভাবে সর্বাধুনিক যুদ্ধবিমান বানাবে তুরস্ক ও পাকিস্তান

আন্তর্জাতিক

জুন ২৬, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ

যৌথভাবে সর্বাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন নির্মাণ করবে পাকিস্তান ও তুরস্ক। এ জঙ্গি বিমানগুলো হবে পঞ্চম প্রজন্মের।

পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর অনেক আলোচনা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। দুই দেশ যে মডেলের জঙ্গিবিমান নিয়ে কাজ করছে তার নাম ‘টিএফএক্স।’

পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, এ জঙ্গি বিমানে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন বসানোর বিষয়ে সমঝোতা হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে আপত্তির আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে ব্রিটেনের একটি কোম্পানির তৈরি ইঞ্জিন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাকিস্তানের সামরিক সূত্রে আরও বলা হয়েছে, ২০৩০ সালে নতুন প্রজন্মের এসব বিমান সেদেশের বিমান বাহিনীতে যুক্ত হবে। তবে তুরস্ক চলতি বছর শেষ হওয়ার আগেই এ সর্বাধুনিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করবে।

পঞ্চম প্রজন্মের এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে উভয়ের সমর শক্তি বেড়ে যাবে। কারণ এতে সর্বাধুনিক সমর প্রযুক্তি থাকছে। এই জঙ্গি বিমানের সাহায্যে আকাশ থেকে ভূমিতে ও আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ও ছোড়া যাবে। এটা হবে স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান।

সূত্র: ইসলামাবাদ পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *