মিয়ানমারের ছোঁড়া মটার শেলে দুই জন নিহত

জাতীয়

ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,কক্সবাজার 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জলপাইতলীতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে ২ জন নিহত হবার খবর পাওয়া যায়

নিহত দের মধ্যে হলেন এক নারী ও একজন রোহিঙ্গা যুবক। নিহত হোসনে আরা বাংলাদেশী অন্য জন রোহিঙ্গা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ উপ অধিনায়ক (মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
এদের মধ্যে আরও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজার সদর হাসপাতালে এ পর্যন্ত ৯ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে দুজন এবং সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে কঠোর নিরাপত্তায় তাদের সেবা দেওয়া হচ্ছে। তবে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না গণমাধ্যমকর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *