‘ভুলের পুনরাবৃত্তি না হলে বিশ্বকাপে ভালো কিছু হবে’

‘ভুলের পুনরাবৃত্তি না হলে বিশ্বকাপে ভালো কিছু হবে’

খেলা স্পেশাল

মে ১৬, ২০২৩ ৯:০৪ পূর্বাহ্ণ

চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে স্বস্তির সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের তিন নম্বরে উঠে এসেছে টিম টাইগার্স। সুপার লিগের স্বস্তি নিয়ে জুনে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপরই এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবেন তামিম-সাকিবরা।

অবশ্য তার আগে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে সাত নম্বর পজিশন নিয়ে বেশ আলোচনা চলছে। আসন্ন বড় দুই টুর্নামেন্টে এই পজিশনে কে খেলবেন সেটি নিয়ে তুমুল আলোচনার মাঝেই মুখ খুললেন সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি প্রতিযোগিতা কিন্তু একজনের না, বেশ কজনের। প্রতিটা খেলোয়াড় ওখানে (ডিপিএল) পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখুন আফিফ, মোসাদ্দেক, সোহান, রিয়াদ ভাই অসাধারণ খেলেছে। দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ নয়। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক ও কোচ সঠিক সিদ্ধান্তই নেবে।’

আগের বিশ্বকাপের ভুলের পুনরাবৃত্তি না করলে এবার ভারত বিশ্বকাপে ভালো কিছুর আশা করছেন সাকিব। তিনি বলেন, ‘আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সব সময় ফেয়ার থাকে। আমাদের সবকিছুই ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সবশেষ বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল। সামান্য কিছু কারণে হয়তো সফল হতে পারিনি। আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্য দলগুলো তাদের জায়গা থেকে উন্নতি করছে, আমাদেরও উন্নতি করতে হবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *