বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশজুড়ে

এপ্রিল ১৩, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ এপ্রিল (শনিবার) বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এই আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রেজাউল কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ আলহাজ্ব এম. এ. লতিফ। উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ গোলাম কুদ্দুস। এছাড়া আরও উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. মফ্ফজল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের ফজিলত ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে আলোচনা করেন।

আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেশ কিছু ব্যক্তিকে সম্মাননা প্রদানন করেন প্রধান অতিথি সাংসদ এম এ লতিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *