বেকা-ঢাকা’র ৩ ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেকা-ঢাকা’র ৩ ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশজুড়ে

এপ্রিল ১৩, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

নাসির উদ্দিন

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)- ঢাকা জেলা এবং ঢাকা সিটি উত্তর ও দক্ষিণ ইউনিটের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল, মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্টের শহীদ রুমি ভবন অডিটোরিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)’র মহাসচিব লেঃ কর্নেল মোহাম্মদ আলাউদ্দিন গাজী (অবঃ) এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম সহ জাতীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

ঢাকা জেলা ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রামে সঞ্চালনা করেন ঢাকা উত্তর সিটি ইউনিটের সাধারণ সম্পাদক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম। মঞ্চে অধিষ্ঠিত ছিলেন প্রবীনতম এক্স-ক্যাডেট গাজীপুরের সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, বেকা’র সচিব (পরিবেশ) নুরুল আবছার, সচিব (পরিকল্পনা) প্রফেসর মেজর আজিজ সাদেক রেজা (অবঃ)।

বেকা-ঢাকা’র ৩ ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি ইউনিটের সহ-সভাপতি মোঃ নুরুল কাদের নাছিম। এছাড়াও বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ কাওছার, ঢাকা দক্ষিণ সিটি ইউনিটের সাধারণ সম্পাদক শায়লা শারমিন, বেকা’র সচিব (অর্থ) এ কে এম জয়নাল আবেদীন মানিক, সচিব (দপ্তর) মোঃ সাইফুল আলম প্রমুখ।

এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেভাল উইং এর এক্স-সিইউও মোঃ রকিবউদ্দিন, সরকারি বাঙলা কলেজের এক্স-সিইউও আসিফ মাহমুদ, কবি নজরুল কলেজের এক্স-সিইউও নাজমুল হাসান, মুসলীম মডার্ন একাডেমী স্কুলের এক্স-ক্যাডেট সার্জেন্ট এ-আল-মিজান, সরকারি বাঙলা কলেজের এক্স-সিইউও এস এম আরিফউদ্দিন সুমন, এক্স-সিইউও সাইফুল ইসলাম চৌধুরী, কলেজ অব হোম ইকনোমিকস এর এক্স-সিইউও আনিকা নাইয়র মুমু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর এক্স-ক্যাডেট সার্জেন্ট এ এস এম শাহজালাল সাকিব, মিডিয়া কভারেসে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ এর এক্স-ক্যাডেট নাসির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেভাল উইং এর প্রথম সিইউও মোহাম্মদ নজরুল ইসলাম শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *