বাংলাদেশ থেকে সৌদি গেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন হজযাত্রী

বাংলাদেশ থেকে সৌদি গেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন হজযাত্রী

জাতীয় স্লাইড

জুন ২৫, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ণ

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১ লাখ ১২ হাজার ৫৬২ জন। হজে গিয়ে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২২ জন এবং নারী চারজন।

হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

এদিকে আজ (রোববার) ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে। শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজ।

উল্লেখ্য, সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *