তামিমের চোট, যা ভাবছে বিসিবি

তামিমের চোট, যা ভাবছে বিসিবি

খেলা

জুন ২৫, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ চোটের কারণে সবশেষ টেষ্ট ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এরপর ইনজুরি থেকে ফিরে ব্যাট হাতে আবারো অনুশীলন ফেরেন বাংলাদেশি এই ওপেনার। তবে গত বৃহস্পতিবার আবারো তামিমকে নিয়ে দু:সংবাদ এসেছে। ওই দিন অনুশীলনে থ্রোয়িং করতে গিয়ে পুরোনো ব্যথা আবারো মাথা চাড়া দিয়ে ওঠেছে তার। ফলে আসন্ন সিরিজে তার ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

শনিবার আবারও অনুশীলনেও দেখা গেছে তামিমকে। অনুশীলন শেষে তার ইনজুরির বিষয়ে দলের সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘তামিম একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে খেলছে। সে ভালোই খেলছে। আমি ডাক্তার বা ফিজিও নই, তাই তোমাদের অনেকের দৃষ্টিকোণ থেকে আমি ওর ব্যাপারে মন্তব্য করতে পারি না। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বললে বলব, সে অনেক ভালো একজন ব্যাটার।’

টাইগার ক্যাম্প নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ বলেন বলেন, ‘ক্যাম্প দারুণ ছিল। সবাইকে দেখার একটা সুযোগ হলো। অনেক ভালো সুযোগ-সুবিধা। ছেলেদের যতটা প্রস্তুতি দরকার ছিল তা নিয়েছে। আমরা খুশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *