নেছারাবাদে এমপি মহিউদ্দিন মহারাজের অনানুষ্ঠানিক আগমন

নেছারাবাদে এমপি মহিউদ্দিন মহারাজের অনানুষ্ঠানিক আগমন

দেশজুড়ে

এপ্রিল ২৮, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ

সোহেল রায়হান, নেছারাবাদ (পিরোজপুর)।।

২৭ এপ্রিল শনিবার নেছারাবাদের বলদিয়া ও সোহাগদল ইউনিয়ন পরিদর্শন করতে হঠাৎ অনানুষ্ঠানিক ভাবে আগমন করেন বর্তমান এমপি মহোদয় মহিউদ্দিন মহারাজ।

প্রথমে বেলা ১১:৩০ মিনিটের দিকে স্পিডবোট যোগে নৌপথে বলদিয়া ইউনিয়ন পরিদর্শন করেন এবং পরবর্তীতে পথসভার মাধ্যমে ঐ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের(সাইদ চেয়ারম্যান) বাড়ির সামনে কাটাখালী গ্রামে এলাকাবাসী ও চেয়ারম্যানের পক্ষ থেকে আপ্যায়নের ব্যাবস্থা করা হয়।ওখানে এমপি মহোদয় জনগনের দ্বাবীর মূখে ৫ মিনিটের মূল্যবান বক্তব্য পেশ করেন।পরক্ষণেই তিনি কাটাখালী থেকে প্রস্তান করে স্পিডবোট যোগে নৌপথে আবার ইন্দ্রেরহাট বন্দরে(সোহাগদল) আসেন।সোহাগদল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোহাগদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ ও নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন।

নেছারাবাদে এমপি মহিউদ্দিন মহারাজের অনানুষ্ঠানিক আগমন

তিনি তার মূল্যবান বক্তব্যে এলাকার জনগন ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- আমি নেছারাবাদের সমস্যা সম্পর্কে মোটামোটি অবগত আছি তবে আজকে স্বচক্ষে দেখে আরো বেশি ধারনা পেলাম। আমি ওয়াদা/ঘোষনা করছি আগামী এক বছরের মধ্যে বলদিয়া ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ সকল সমস্যা সমাধানে এবং এলাকার আধুনিক সংস্কার ও উন্নয়নে আমি এবং আমার সরকার বদ্ধ পরিকর। জনগন ও নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি বলেন-আপনারা যদি সর্বাত্মক সহযোগিতা করেন আমি অবশ্যই আপনাদের সকল দাবি দাওয়া খুব অচিরেই পুরন করতে পারবো ইনশাআল্লাহ। ইন্দ্রেরহাট ও মিয়ারহাট বন্দরের উন্নয়ন ও এই দুই বন্দরের সংযোগস্থলের বড় ব্রিজের সংস্কার/পুনঃনির্মানের ব্যাপারেও আশ্বাস দেন এবং সুটিয়াকাঠি ও সোহাগদল ইউনিয়নের দুই চেয়ারম্যানকে আলাপ আলোচনা/সমন্বয়ের মাধ্যমে একটা সঠিক পরিকল্পনা করে এমপি মহোদয়কে অবহিত করতে নির্দেশ দিয়েছেন,তিনি অতি দ্রুত এই ব্রিজটি নির্মানের ব্যাবস্থা করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

তিনি এই নেছারাবাদের পশ্চিম পাড়ের জনমানুষ ও চেয়ারম্যানদের কাছে প্রস্তাব রেখে এই পশ্চিম পাড়েও একটি উপজেলা কার্যালয় করার ইচ্ছা প্রকাশ করেন।উল্লেখ্য নেছারাবাদ উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নই এই সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে।এপাড়ে জনসংখ্যা ও ভোটার সংখ্যাও অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *