‘বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানরা’

‘বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানরা’

খেলা

মে ২২, ২০২৩ ৯:৩৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। আর তাতেই আফগানদের বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে টাইগাররা। আকরামের মতে, উইকেট কিংবা কন্ডিশন বিবেচনায় স্পিনে বাংলাদেশের চেয়ে এগিয়ে রশিদ-নবীরা।

আগামী জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সেই টেস্ট ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। কেননা সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে আঙুলের চোটে পড়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। তবে আফগান সিরিজে সাকিবকে ছাড়াও ভালো করবে টাইগাররা বিশ্বাস করেন আকরাম।

বিসিবি পরিচালক বলেন, ‘ওরা (আফগানিস্তান) সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। ওদের এক্সট্রা অর্ডিনারি কিছু স্পিনার আছে। রশিদ খান আছে, আপনার মুজিব আছে। ওদেরকে রিড করা ডিফিকাল্ট, তো আমাদেরকে কিন্তু সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। আমরা যেন, স্পিনে সুবিধা পাই, সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরেও এটা ডিপেন্ড করছে ক্যাপ্টেন এবং কোচ কী ধরনের উইকেট চাচ্ছে।’

বিসিবি পরিচালক বলেন, ‘প্রথমত সাকিবের কথা বলতেছি। সে খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ইনজুরি থাকবেই। এটা নিয়ে আমরা ভেরি কনসার্ন। আমরা যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। তারপরেও ভালো ব্যাকআপ প্লেয়াররা আসছে, ইয়ং প্লেয়াররা আসছে। ফাস্ট বোলিংয়ের পার্টটা ভালো হচ্ছে। আমার মনে হয়, ও থাকলে অবশ্যই স্ট্রেন্থ বাড়ত। ইতোমধ্যেই যে টিম আছে, এটাও ভালো। যদি সেন্সিবল ক্রিকেট খেলে তিনটা পার্টটা যদি ভালো করতে পারি, তাহলে জিতব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *