ফিলিস্তিনি বন্দিদের বাসে ইসরায়েলের টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক

ডিসেম্বর ১, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন ইসরায়েল। চুক্তির শর্তানুসারে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেশ কয়েক ফিলিস্তিনি। তরে কারাগার থেকে বের করে আনা এসব ফিলিস্তিনি বন্দিবহনকারী বাসেও টিয়ারশেল নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি ফটো সাংবাদিক ইশাম রিমাওয়ি ফিলিস্তিনিদের বাসে হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি এ ঘটনার ছবিও তুলেছেন। তিনি জানান, ইসরায়েলের অফার কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আগে কারাগারের বাইরে ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়।

রামাল্লাহ থেকে তিনি আলজাজিরাকে জানান, বন্দিদে নিয়ে বাসটি ছেড়ে যাওয়ার সময় সেনারা তাদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়েছে। এ সময় বাসে থাকা বন্দিদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাদের হামলার কারণে চালক বাসটি থামাতে বাধ্য হন। পরে রেড ক্রসের সদস্যরা গিয়ে তাদের সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *