ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু আজ

জাতীয়

ডিসেম্বর ১, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ণ

অবশেষে কক্সবাজার থেকে ঢাকায় ট্রেন চলাচল শুরু হচ্ছে। ৭৮০ জন যাত্রী নিয়ে শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে “কক্সবাজার এক্সপ্রেস” কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এর আগে গত ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্বাঞ্চলীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দুপুর থেকে শুরু হচ্ছে ঢাকা-কক্সাবাজার ট্রেন চলাচল। গত ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি করা হয় ট্রেনের টিকেট। ইতোমধ্যে সবগুলো টিকেট বিক্রি হয়েছে। ট্রেনটি চট্টগ্রামে ২০ মিনিটের যাত্রাবিরতি দেবে; আর কোনো স্টেশনে দাঁড়াবে না ট্রেনটি। কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।

রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক মোহাম্মদ ইমরান সংবাদমাধ্যমকে বলেন, “ট্রেনটি কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রস্তুত আছে। শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। ইতোমধ্যে ট্রেন চালানোর জন্য রেলওয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *