বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে জাতীয় পরিষদ সভার উদ্বোধনী-২০২৪ অনুষ্ঠিত

দেশজুড়ে

এপ্রিল ২৯, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ

শওকত আলী হাজারী ।।

নারীর প্রতি বৈষম্য দূর করি, শক্তিশালী নারী আন্দোলন গড়ে তুলি-এই শ্লোগান নিয়ে ২৬ এপ্রিল’২৪ সকাল ১০: টায় দুইদিনব্যাপী আয়োজিত বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভা-২০২৪ এর উদ্বোধনী অধিবেশন ঢাকাস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের মাল্টিপারপাস অডিটোরিয়ামে শুরু হয়। সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক এবং অ্যাম্বাসী অব সুইডেনের সিনিয়র প্রোগ্রাম অফিসার (গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং লিঙ্গ সমতা উন্নয়ন সহযোগিতা বিভাগ) রেহানা খান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর নৃত্য ও সঙ্গীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন এবং তার দল। উদ্বোধনী অধিবেশন সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুস্মিতা আহমেদ ও শারমিন সাথী ময়না। সভায় জাতীয় ও আন্তর্জাতিক শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি রেখা চৌধুরী। এসময় প্রয়াত সকল বিশিষ্টজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রাক্তন সভাপতি হেনা দাসের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংগঠনের সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস।
উক্ত জাতীয় পরিষদ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ ৫৫টি জেলা শাখার প্রায় ৩০০ জন কাউন্সিলরসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক সম্পাদক উম্মে সালমা বেগম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১ম কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সাংগঠনিক শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লক্ষী চক্রবর্তী। কেন্দ্রীয় কমিটির কার্য বিবরণী পেশ করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম; সাধারণ সম্পাদকের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু; কেন্দ্রীয় কমিটি আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী চৌধুরী।
১ম কর্ম অধিবেশন শেষে ২য় ও ৩য় কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে নারীর প্রতি বৈষম্য: সম্পদ সম্পত্তিতে নারীর সমান অধিকার, নারীর প্রতি বৈষম্য:সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ; নারীর প্রতি বৈষম্য:জাতীয় শ্রমবাজারে নারীর অংশগ্রহণ; নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা: সাম্প্রদায়িকতা ও গৎবাধা সামাজিক প্রথা এবং শক্তিশালী নারী আন্দোলন: অর্ন্তভূক্তিমূলক সংগঠন-এর উপর আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়। দলীয়কাজে কেন্দ্রীয় ও জেলার শাখার কাউন্সিলরবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *