‘প্রকৃতি সুন্দর রাখলে আমরাও সুন্দরভাবে বাঁচবো’

‘প্রকৃতি সুন্দর রাখলে আমরাও সুন্দরভাবে বাঁচবো’

জাতীয় স্লাইড

ডিসেম্বর ১৮, ২০২২ ৯:২৮ পূর্বাহ্ণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে প্রকৃতি সংরক্ষণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। প্রকৃতি সুন্দর রাখলে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারবো। জীবনের জন্য প্রকৃতি। যারা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করেন, সরকার তাদের পুরস্কৃত করে। তাই উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করা যাবে না।

শনিবার সন্ধ্যায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই আয়োজিত ‘প্রকৃতি সংরক্ষণ পদক ২০২১’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রাণ-প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খানকে এই পদক দেওয়া হয়।

উপমন্ত্রী বলেন, সুন্দরবন সংরক্ষণে সরকার নিরলস কাজ করছে। এ লক্ষ্যে সুন্দরবন সুরক্ষা নামে প্রকল্প গ্রহণ করা হয়েছে। সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগণকে এ প্রকল্পের ব্যবস্থাপনার সংশ্লিষ্ট করা হচ্ছে। প্রয়োজনীয় টহলযান সংগ্রহ করা হয়েছে। জনগণের সহযোগিতায় সুন্দরবনসহ দেশের অন্যান্য বন রক্ষায় সরকার সফল হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার,পরিচালক জহির উদ্দিন আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *