পুরোনো ঠিকানায় ফিরছেন মেসি

পুরোনো ঠিকানায় ফিরছেন মেসি

খেলা

এপ্রিল ১, ২০২৩ ১০:৩৬ পূর্বাহ্ণ

চলতি মৌসুমেই ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মাইনের (পিএসজিজ) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি না হওয়ায় গুঞ্জন উঠেছে ঠিকানা পরিবর্তন করবেন তিনি।

মেসির নতুন ঠিকানা নিয়ে বেশকিছু ক্লাবের নাম শোনা যাচ্ছে, এর মধ্যে বার্সেলোনাও আছে। কিন্তু ভরাক্রান্ত মন নিয়ে ছেড়ে যাওয়া বার্সেলোনায় আবারো কি ফিরবেন আর্জেন্টাইন মহাতারকা। সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

তবে কাতালান ক্লাব বার্সার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউসতের বরাত দিয়ে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেছেন, ‘মেসিকে বার্সায় ফেরানোর জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে তার সঙ্গে নাকি বার্সার পক্ষ থেকে যোগাযোগও করা হয়েছে।’

শুক্রবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে রোমানো লিখেছেন, ‘বার্সার ভাইস প্রেসিডেন্ট ইউসতে নিশ্চিত করেছেন যে, মেসিকে ফিরিয়ে আনতে তারা তার সঙ্গে যোগাযোগ করেছেন।’

সে স্টাটাসে রাফা ইউসতের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আমরা মেসির সঙ্গে যোগাযোগ করেছি। লিও জানে আমরা তাকে কতটুকু অ্যাপ্রিশিয়েট করি। আমি চাই ও এখানে ফিরে আসুক। দুই বছর আগে ও যখন এখানে ছিল, তখন নতুন চুক্তি করতে চেয়েছিলাম। ওর চলে যাওয়াটা অনেক কঠিন ছিল।

ইউসতে নাকি বলেছেন, ‘নিশ্চিত করে বলতে পারি মেসি বার্সা এবং এই শহরকে ভালোবাসে। আশা করি তাকে এখানে ফিরিয়ে আনার উপযুক্ত পথ আমরা খুঁজে পাব।’

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ আগস্ট বার্সা ছাড়ার ৫ দিন পর পিএসজির সঙ্গে চুক্তি করেন মেসি। ফ্রান্সে পাড়ি জমিয়ে প্রথম মৌসুমটা খারাপ কাটলেও ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এ মৌসুমে পুরনো ছন্দে ফেরা আর্জেন্টাইন তারকা ক্লাবের হয়ে ১৮ গোলের পাশাপাশি করেছেন ১৭ অ্যাসিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *