প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হচ্ছে কাতার বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হচ্ছে কাতার বিশ্বকাপ

খেলা

ডিসেম্বর ২, ২০২২ ৮:২৫ পূর্বাহ্ণ

জার্মানি ও কোস্টারিকার ম্যাচের মাধ্যমে অন্য এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ।

কারণ, আজকের এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সি ফরাসি নারী রেফারি স্টেফানি ফ্রাপার্ট। তার সহযোগী হিসাবে থাকবেন আরো দুই নারী নয়জা বাক ও কারেন ডিয়াজ।

এবারই প্রথম কোনো বিশ্বকাপের আসরে দেখা যাবে এমন দৃশ্য। ২২ পুরুষ ফুটবলারের ম্যাচ পরিচালনা করবেন তিন নারী রেফারি।

বিশ্বকাপের মোট ৩৬ জন রেফারির মধ্যে ফ্রাপার্ট ছাড়াও আছেন দুই নারী, রুওয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাসিতা।

এর আগে গত মঙ্গলবার মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচে ফ্রাপার্ট চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন। কিন্তু মূল রেফারি হিসাবে আজ তিনি জার্মানি ও কোস্টারিকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। যা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অনন্য এক উদাহরণ হয়ে থাকবে।

এর আগে ফ্রাপার্ট ২০২০ চ্যাম্পিয়নস লিগে প্রথম নারী রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করেন। ২০২১ সালে ইউরোপীয়ান সুপার কাপে লিভারপুল বনাম চেলসির মতো উত্তেজনাকর ম্যাচটিও তিনি সফলতার সঙ্গে পরিচালনা করেন। সাখাওয়াৎ লিটন, ডেইলি বাংলাদেশ স্পোর্টস ডেস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *