নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, নিহত ১০

নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, নিহত ১০

আন্তর্জাতিক

মে ১৬, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডে একটি হোস্টেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিউজিল্যান্ড হ্যারাল্ড ও বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের ঠিক পরে ওয়েলিংটনের চারতলা লোফারস লজ নামে হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর পরপরই জরুরি পরিষেবাগুলোকে সেখানে ডাকা হয়।

দুর্ঘটনাকবলিত ভবন থেকে ২০/২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলেছে, এখনো অনেক লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার পাইট বলেন, এটি সবার জন্য দুঃখজনক ঘটনা। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *