নাসিরনগর ধরমন্ডলে স্বেচ্চায় রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন”সন্ধি”র উদ্যােগে সারাদিন ব্যাপীএকযুগে চলে ৬৪ জেলায় মিলন মেলা

দেশজুড়ে

নভেম্বর ২, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান(নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ)

যদি হই রক্তদাতা,জয় করবো মানবতা,এই শ্লোগানকে সামনে রেখে,ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর নতুন বাজারে মঙ্গলবার সারাদিন ব্যাপী শুরু হয়,একটি স্বেচ্চায় রক্তদানকারী অরাজনৈতিক সংগঠন”সন্ধি”র উদ্যােগে এক মিলন মেলা।এতে অংশ নেয় দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্বেচ্চায় রক্তদানকারী আরো অনেক সংগঠনের লোকজন।

প্রত্যয় ফর হিউমিনিটির সিনিয়র এক্সিকিউটিব মেম্ভার এ আজিম শাওনের পরিচালনায় ও” সন্ধি”র সভাপতি মোঃ সালমান আহমেদের সভাপতিত্বে অনুস্টিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সন্ধির নির্বাহি সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক,
মোঃ আব্দুর রহমান খান(ওমর)- সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাব,মাওলানা আব্দুস সাত্তার বিশিষ্ট সমাজসেবক,বিপ্লব চন্দ্র দেব- ব্যবস্থাপনা পরিচালক, এপোলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,সার্জেন্ট মোঃশাহ এমরান- অবসর প্রাপ্ত,-আজিজুর রহমান- বিশিষ্ট সমাজসেবক,সাংবাদিক মোঃ কামাল পাঠান,কে এম রায়হান অর্থ সম্পাদক সাংবাদিক ইউনিয়ন,ওসমানী নগর সিলেট।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্ধির সদস্য মোঃ লুৎফর রহমান।

আলোচনা সভায় স্বেচ্চাসেবীদের মাঝে বক্তব্য রাখন,জুড়ি উপজেলা থেকে আগত সবুজ কুড়ি ব্লাড ফাইটার্স এর রানা পান্ডে,ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর তৈমুছ আলী,নারায়নগঞ্জ থেকে আগত স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সাইদ সেলিম,আলোর সন্ধানী ব্লাড ও সমাজ কল্যাণ সংগঠনের রমজান হাসনাত,নিঃস্বার্থ রক্তদান ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের শামীম আহমদ প্রমুখ।
পরে আমন্ত্রিত অতিথিদের মাঝে “সন্ধি”র পক্ষ থেকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *