নাসিরনগর গোয়ালনগরের ভগ্নদশায় পতিত রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন

দেশজুড়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৮:৪১ পূর্বাহ্ণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

গোয়ালনগর বাসীর এ দুর্দশা দূর হবে কবে?গোয়ালনগরকে পর্যটন নগরীতে পরিনত করার আশ্বাস দিয়েও তার কিছুই বাস্তবায়ন করতে পারেনি সাবেক সাংসদ বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবি হতে গোয়াল নগর হয়ে রামপুর আর গে লালুয়ারটুক থেকে গোয়ালনগর পর্যন্ত ভগ্নদশায় পতিত রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছে গোয়ালনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্থানীয় জনগণ।

জানা গেছে উক্ত রাস্তাটি দিয়ে ভিটাডুবি,আশানগর,গোয়ারনগর,রামপুর,নোয়াগাও,মাছমা,কদমতলী সহ বেশ কয়েক গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়।এ সমস্ত গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তাটি ঐটি।বর্ষায় নৌকা আর শুকনায় একমাত্র মোটর সাইকেলই তাদের যাতায়াতের একমাত্র ভরসা।
রাস্তাটি ভগ্নদশায় পতিত হওয়ার কারনে মানুষকে জীবণের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

কোন অসুস্থ রোগী, গর্ভবতী নারী বা বয়স্ক লোককে নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত অসম্ভব।
উক্ত রাস্তাটির বিভিন্ন স্থান থেকে মাঠি সরে গিয়ে বড় বড় গর্তে আর খানাখন্দে রূপান্তরিত হয়েছে।
রাস্তাটি দ্রুত সংস্কার না করা হলে বৈশাখ মাসে এ সমস্ত এলাকার মানুষের হাজার হাজার একর বোরো জমির ধান ঘরে তোলা সম্ভব হবে না।
তাই এলাকার ভুক্তভোগীরা রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য মাননীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *