বরিশাল বিশ্ববিদ্যালয় ৭১’র চেতনার আহ্বায়ক বাকী, সদস্য সচিব সওকাত

দেশজুড়ে

জুন ২৪, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

ববি প্রতিনিধি,

সামাজিক সংগঠন ৭১’র চেতনা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী বাকী বিল্লাহ কে আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী সাওকত হোসেন সদস্য সচিব করে মোট ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য হলেন মেহেরাব আহমেদ জয়,শাহাদাত হোসেন, মোঃ ইরাজ রব্বানী, নওরিন নূর তিশা,নায়েব জাকারিয়া প্রমুখ।

বৃহস্পতিবার (২২ জুন) ৭১’র চেতনা, কেন্দ্রীয় কমিটির সভাপতি বাহাউদ্দিন গোলাপ ও সাধারণ সম্পাদক শবনম জেবীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে , বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দেন। কমিটি গঠন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর ড.খোরশেদ আলম, ডেপুটি রেজিস্ট্রার ও ৭১ এর চেতনার কেন্দ্রীয় সভাপতি বাহাউদ্দীন গোলাপ, সাংবাদিক শফিক মুন্সি।

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন বাংলাদেশ অর্জনে যে চেতনা আমাদের তাড়িত করেছিলো, সেই মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে কোন আপোষ নয়। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারলেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যতদিন দেশকে পরিচালনা করবে ততদিন বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *