নাসিরনগরে১৩ আসামির ৪ বছরের কারাদন্ড

দেশজুড়ে

মার্চ ১৬, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নানঃ-

২০১৬ সালের ৩০শে অক্টোবর ধর্মীয় উস্কানীতে বা কোরআন শরীফের উপর দেবতা রাখার দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর,গোয়ালঘর,ওমন্দিরে ভাংচুর আর অগ্নিসংযোগের মামলায় ১৩ আসামিকে ৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক আদালত।

১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার দুপুরে মুখ্য বিচারক হাকিম মো. মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে ১৩ আসামির মধ্যে ৫ আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোখলেছুর  রহমান, মো. মফিজুল হক, খসরু মিয়া, নাজির রহমান, মো. মাফুজ মিয়া, ইদু মিয়া, শেখ মো. আব্দুল আহাদ, সায়হাম রাব্বি শ্যাম, মীর কাশেম, আনিস মিয়া, তাবারক রেজা, সজিব চৌধুরী ও দেওয়ান আতিকুর রহমান আঁখি। তাদের সবার বাড়ি নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে।

রায় ঘোষণাকালে মোঃমফিজুল হক, সায়হাম রাব্বি শ্যাম, আনিস মিয়া, তাবারক রেজা ও দেওয়ান আতিকুর রহমান আঁখি পলাতক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুক স্ট্যাটাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১৬ সালের ৩০ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের ১৫টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের ৪ নভেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা নাসিরনগর পশ্চিম পাড়ার গোবর্ধন দাসের বাড়ির সামনের দুর্গামন্দিরে আগুন দিয়ে মন্দিরের ক্ষতিসাধন করে। একই রাতে ঠাকুরপাড়ার কেশব চক্রবর্তীর বাড়ির রান্নাঘরেও আগুন দেয়।

এসব ঘটনায় নাসিরনগর থানার এসআই সাধন চন্দ্র চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ঘটনার ২দিন পর ৬ নভেম্বর নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডঃ মোস্তাফিজ উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডঃ এমদাদুল হক হাদী।

আসামিপক্ষের আইনজীবী এমদাদুল হক হাদী বলেন,আমরা ন্যায়বিচার পাইনি।আমরা এই মামলা নিয়ে উচ্চ আদালতে আপিল করব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *