নতুন বছরে যেসব সিনেমার দিকে তাকিয়ে আছে বলিউড

নতুন বছরে যেসব সিনেমার দিকে তাকিয়ে আছে বলিউড

বিনোদন স্পেশাল

জানুয়ারি ১২, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ

বলিউডে গত বছরটি ছিল শাহরুখ খানের জন্য পয়মন্ত। কিন্তু এ বছর তার কোনো সিনেমা মুক্তির মিছিলে নেই। তবে মুক্তির তালিকায় যে সিনেমাগুলো রয়েছে- সেগুলোর বড় আকর্ষণ দীপিকা পাড়ুকোন। তার সর্বোচ্চ তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে এ বছর। পিছিয়ে থাকবেন না কারিনা কাপুরও। তালিকায় তারও রয়েছে তিনটি সিনেমা।

গত বছরের মতো এ বছরও বলিউডের থিয়েটার ও ওটিটিতে বেশ কিছু ভালো সিনেমা মুক্তি পাবে। এগুলোর অধিকাংশেরই মুক্তির তারিখ নির্ধারিত হয়ে আছে। কিছু সিনেমা গত বছর মুক্তি না পাওয়ায় এ বছর রয়েছে মুক্তির অপেক্ষায়। অ্যাকশন, থ্রিলার, কমেডি, ড্রামা, স্পোর্টস, ঐতিহ্য, রোমান্স, সাইন্স ফিকশন-সব ধরনের সিনেমায় ঠাসা বলিউডের বছরটি। অবাক করার বিষয়, চলতি বছর তিন খানের কারও কোনো সিনেমা মুক্তির তালিকায় নেই।

বছরের শুরুতেই ১১ জানুয়ারি অর্থাৎ আজ মুক্তি পাচ্ছে শিভাম নায়ার পরিচালিত থ্রিলার ‘দ্য ডিপ্লোম্যাট’। জন আব্রাহাম ও সাদিয়া খতিবের অন্য রকম রসায়ন দেখা যাবে এ সিনেমায়। ১২ জানুয়ারি মুক্তি পাবে থ্রিলার ও ড্রামাবেইজ্ড সিনেমা ‘মেরি ক্রিসমাস’। শ্রীরাম রাঘবন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি, ক্যাটরিনা কাইফ, সঞ্জয় কাপুর প্রমুখ। নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন সিনেমা ‘কালকি ২৮৯৮ এডি’ মুক্তি পাবে ১২ জানুয়ারি। এতে অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন প্রমুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ফাইটার’ মুক্তি পাবে ২৫ জানুয়ারি। এ সিনেমার মাধ্যমে হৃত্বিক রোশন ফিরছেন আকাশ যোদ্ধা হয়ে। সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর প্রমুখ। রাশিক খান পরিচালিত থ্রিলারধর্মী সিনেমা ‘সেকশন ১০৮’ মুক্তি পাবে ২ ফেব্রুয়ারি। এতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, রেজিনা ক্যাসেন্ড্রা, রুমি খান প্রমুখ।

‘দ্য ক্রু’ রাজেশ ক্রিশনান পরিচালিত ড্রামাবেইজ্ড সিনেমা। কৃতি শ্যানন, কারিনা কাপুর, টাবু, কপিল শর্মা অভিনীত এ সিনেমা মুক্তি পাবে ২২ মার্চ। স্পোর্টসবেইজ্ড সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’ পরিচালনা করেছেন কবির খান। কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর প্রমুখ অভিনীত এ সিনেমা মুক্তি পাবে ১৪ জুন। রোহিত শেঠি পরিচালিত ‘সিংঘাম এগেইন’ নিয়ে মাতামাতি তো গত বছর থেকেই। দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, কারিনা কাপুর, রনবির সিং, অজয় দেবগন অভিনীত অ্যাকশন ড্রামা সিনেমাটি মুক্তি পাবে ১৫ আগস্ট। আলিয়া ভাট, বেদাং রায়না প্রমুখ অভিনীত ও ভাসান বালা পরিচালিত অ্যাকশন সিনেমা ‘জিগরা’ মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর।

২০১৩ সালে হলিউডে পরিচালক রব মেল্টজার নির্মাণ করেছিলেন কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’। একই নামে বলিউডে কমেডি সিনেমা বানিয়েছেন পরিচালক আহমেদ খান। অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনিল শেঠি, পরেশ রাওয়াল, জনি লিভার, দিশা পাটানি প্রমুখ অভিনীত সিনেমাটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। প্রসিত রায় পরিচালিত বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন আনুশকা শর্মা, অতুল শর্মা প্রমুখ। এটি মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি। অমিত শর্মা রবীন্দ্রনাথ পরিচালিত ‘ময়দান’ সিনেমাটিও গত বছর আলোচনায় ছিল। কারণ এটি গত বছরই মুক্তি পাওয়ার কথা। ক্রীড়া ও ঐতিহ্য নিয়ে নির্মিত অজয় দেবগন, প্রিয়ামণি অভিনীত সিনেমাটি মুক্তি পাবে এ বছর যে কোনো দিন। রোমান্টিক পরিচালক করন জোহর নির্মাণ করেছেন অ্যাকশন, ড্রামা ও ঐতিহ্যনির্ভর সিনেমা ‘তাখ্ত’। এতে অভিনয় করেছেন রনবির সিং, কারিনা কাপুর, আলিয়া ভাট প্রমুখ।

আরও মুক্তি পাবে সারা আলি, বেনেডিক্ট গ্যারেট অভিনীত ও কানন আয়ার পরিচালিত ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’, আলি আব্বাস জাফর পরিচালিত অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষি সিনহা অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, নিরাজ পান্ডে পরিচালিত ও অজয় দেবগন, টাবু অভিনীত রোমান্সনির্ভর সিনেমা ‘আওরোঁ মে কাহাঁ দাম থা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *