ঢাকা-টোকিও ফ্লাইট চালু হচ্ছে সেপ্টেম্বরে: বিমানের এমডি

ঢাকা-টোকিও ফ্লাইট চালু হচ্ছে সেপ্টেম্বরে: বিমানের এমডি

জাতীয় স্লাইড

মে ২২, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও শফিউল আজিম বলেছেন, আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে টোকিও পর্যন্ত আমাদের সরাসরি ফ্লাইট চালু হবে।

রোববার রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিমানের এমডি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ১ সেপ্টেম্বর। এরই মধ্যে ফ্লাইট চলাচলের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

তিনি আরো বলেন, জাপানের রাজধানী টোকিও থেকে দেড় ঘণ্টার দূরত্বে নারিতা বিমানবন্দরের অবস্থান। বিমানের এই রুট চালুর ফলে বাংলাদেশ থেকে সরাসরি জাপান আসা-যাওয়া করা যাবে। বর্তমানে জাপানগামী বিমান যাত্রীরা মালয়েশিয়া, চীন বা থাইল্যান্ডের এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে যাচ্ছেন।

গত ২৬ এপ্রিল টোকিওতে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হওয়া আটটি চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে ঢাকা-টোকিও ফ্লাইট চালুর বিষয়টিও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *