বিশ্বে করোনায় আক্রান্ত ৫২২৮৬

বিশ্বে করোনায় আক্রান্ত ৫২২৮৬

স্বাস্থ্য স্লাইড

মে ৫, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২৮৬ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ১০৭ জন। ফলে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৬৮ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ১৯১ ছাড়িয়েছে। মৃত্যু দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬৯ হাজার ৬৮৬ জনে। এছাড়া সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৫ হাজার ৯৫৮ জন।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জার্মানিতে। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৮ জন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *