ড্র শেষে যেমন হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপগুলো

খেলা

আগস্ট ২৭, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ

তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন নতুন মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়।

আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৩২ দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। ২ নভেম্বরের মধ্যে শেষ হবে গ্রুপ পর্বের সব ম্যাচ। যেখানে দলগুলোকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে।

একনজরে দেখে নিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপিং:

গ্রুপ ‘এ’: আয়াক্স, লিভারপুল, নাপোলি ও রেঞ্জার্স।
গ্রুপ ‘বি’: পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, ক্লাব ব্রাগে।
গ্রুপ ‘সি’: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লাজেন।
গ্রুপ ‘ডি’: এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং সিপি, মার্সেই।
গ্রুপ ‘ই’: এসি মিলান, চেলসি, সালজবুর্গ ও ডায়নামো জাগরেব।
গ্রুপ ‘এফ’: রিয়াল মাদ্রিদ, আরবি লিপজিগ, শাখতার দোনেস্ক, সেল্টিক।
গ্রুপ ‘জি’: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন।
গ্রুপ ‘এইচ’: প্যারিস সেন্ট জার্মেই, যুভেন্টাস, বেনফিকা।

গ্রুপপর্বের ম্যাচের তারিখ:
ম্যাচ ডে ১: ৬ ও ৭ সেপ্টেম্বর
ম্যাচ ডে ২: ১৩ ও ১৪ সেপ্টেম্বর
ম্যাচ ডে ৩: ৪ ও ৫ অক্টোবর
ম্যাচ ডে ৪ : ১১ ও ১২ অক্টোবর
ম্যাচ ডে ৫: ২৫ ও ২৬ অক্টোবর
ম্যাচ ডে ৬: ১ ও ২ নভেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *