ট্রায়াল দিতে ব্রাজিলের ক্লাবে বাংলাদেশের ডিফেন্ডার!

ট্রায়াল দিতে ব্রাজিলের ক্লাবে বাংলাদেশের ডিফেন্ডার!

খেলা

জানুয়ারি ২০, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ

ব্রাজিলের তৃতীয় বিভাগের ক্লাব সালতো এফসিতে অনুশীলনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলা ডিফেন্ডার নাজমুল আখন্দ। এবারের মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলছেন তিনি। এই ডিফেন্ডার তিন মাস সালতোতে অনুশীলনের সুযোগ পাবেন।

এরই মধ্যে ব্রাজিলের ভিসা পেয়ে গেছেন নাজমুল। আগামী কয়েক দিনের মধ্যেই ঢাকা ছাড়বেন তিনি। এর আগে ২০১৯ সালে প্রথমবার সরকারি উদ্যোগে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণে গিয়েছিলেন নাজমুল আখন্দ।

ব্রাজিলের ভিসা পাওয়ার পর নাজমুল বলেন, অনেকদিন অপেক্ষার পর ভিসা পেলাম। খুব ভালো লাগছে। ব্রাজিলে গিয়ে সুযোগ কাজে লাগাতে চাই। মোহামেডান থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করি কয়েকদিন মধ্যেই যেতে পারব।

শুরুতে সালতো ক্লাবের অনূর্ধ্ব-২১ দলের হয়ে সেখানে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল নাজমুলের। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় ওই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। তবে এখন গিয়ে ক্লাবটির মূল দলের সঙ্গে ট্রায়াল দেবেন তিনি।

ট্রায়ালে টিকে গেলে তবেই ক্লাবটির সঙ্গে নাজমুলের চুক্তি সাক্ষরিত হবে। আর টিকতে না পারলে ফিরে আসতে হবে দেশে। আপাতত নিজের খরচেই ব্রাজিলে যেতে হচ্ছে তাকে। ট্রায়ালে টিকে গেলেই খরচ বহন করবে ক্লাবটি।

২০২০-২১ মৌসুমে আরামবাগের কোচ হয়ে এসেছিলেন ব্রাজিলিয়ান ডগলাস সিলভা সান্তোস। এই কোচের মাধ্যমেই সালতো এফসিতে ট্রায়ালের সুযোগ পেয়েছেন তিনি। ডগলাসের অধীনেই ওই মৌসুমে আরামবাগে খেলেছিলেন নাজমুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *