ঝিনাইগাতীতে শুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঝিনাইগাতীতে শুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দেশজুড়ে

আগস্ট ৩, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. ফারুক আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল খায়রুম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রী রাজিব সাহা, অধ্যাপক আবুল হাসেম উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো আবু তাহের প্রমুখ।

বক্তাগণ ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের উন্নয়ন ও মহারশি নদীর বেড়ীবাঁধসহ রাস্তাঘাট নির্মাণের দাবি জানান। উক্ত মতবিনিময় সভায়, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিজিবি, ফায়ার সার্ভিস, ইউনিয়ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি স্কুল কলেজের প্রধান, শিক্ষক সুশীলসমাজের প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলের বিশেষ বরাদ্দের চার লাখ ছত্রিশ হাজার টাকা ব্যয়ে দুইশত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ১০ জনের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *