ঝিনাইগাতীতে প্রানি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে প্রানি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দেশজুড়ে

ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতীতে প্রানিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি, শনিবার স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রদর্শনীর অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ও প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রদর্শনী অনুষ্ঠানে মূখ্য, আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক আবুল কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুপা আক্তার আখি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক বিশ্বজিৎ রায়, প্রমূখ। উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারন (এলডিডিপি) কর্মকর্তা শওকত আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত

এ প্রদর্শনী অনুষ্ঠানে উন্নত প্রজাতির গরু- মহিষ, ছাগল, ভেড়া, হাস- মুরগী কবুতরসহ বিভিন্ন পশু পাখির ৩৫ টি স্টল স্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *