জাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা দুই যুবকের কারাদণ্ড

দেশজুড়ে

জুন ২০, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ

প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবির প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সোমবার ‘বি’ ইউনিটের দুটি শিফটের পরীক্ষায় উভয়কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে উভয়ে জালিয়াতির কথা স্বীকার করেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়া দুই যুবককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ সোমবার রাতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের সাবেক শিক্ষার্থী সোহেল রানা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শাকিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯ জুন সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফট চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সোহেল রানা ও একই ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্র থেকে শাকিলকে আটক করা হয়। সোহেল রানা ৩০ হাজার টাকার বিনিময়ে ভর্তিচ্ছু নাজমুল হকের পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন এবং মোস্তাফিজুর রহমান শাকিল ৪০ হাজার টাকা চুক্তিতে পরীক্ষা দিচ্ছিলেন মুহীন তাশদীদ মাহি নামে ভর্তিচ্ছুর পরিবর্তে।

জাবির প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সোমবার ‘বি’ ইউনিটের দুটি শিফটের পরীক্ষায় উভয়কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে উভয়ে জালিয়াতির কথা স্বীকার করেন।’

তিনি আরও বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষা অপরাধের আইন অনুযায়ী অভিযুক্তদের ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তিন দিনের অতিরিক্ত কারাদণ্ড দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *